আমার কাব্যে এনেছে গতি,
আধুনিক এই ডিজিটাল প্রযুক্তি ।
ডিজিটাল খাতায় লিখি আমি ডিজিটাল কালিতে,
যখন তখন লিখতে পারি,ইচ্ছে হলে এডিট করি-
সবই থাকে কর্তনমুক্ত, সমস্যা নেই তাতে।
যখন ভাবি আগের কথা,মনে জাগে ভীষণ ব্যাথা-
কতই না কষ্ট হতো,দিস্তা দিস্তা কাগজ যেত
কাঁটা ছেঁড়ায় বিশ্রী হতো,নতুন করে লিখতে হতো,
লেখার ইচ্ছা মরে যেত!
এখন এই ঝামেলা মুক্ত থাকি,
শুধু কেবল লিখতে থাকি অন্য কিছু ছাড়া।
এতে বিশেষ উপকার হলো,
আগ্রহটা বেড়ে গেল,লেখা অনেক সহজ হলো,
লেখায় ভীষণ গতি এলো,মৃত নেশা জেগে উঠল-
লেখায় লেখায় দিন চললো!
আমার লেখায় গতি আনা,
ডিজিটাল এই প্রযুক্তি কে জানাই অভিবাদন-
এই প্রযুক্তির অবদান কে ভুলবনা আমরণ।
08/11/2014
4:28 pm