চেয়ে দেখো তোমার সর্বাঙ্গে
আমার ভালোবাসার দাগ,
তবুও তুমি আজ পরম সুখে নিচ্ছ-
পর পুরুষ তথা অন্যের সোহাগ!
তুমি ঘৃণিত,তুমি বিকৃত রুচির,তুমি পঁচে গেছ!
তুমি পতিতা ও মাধুকরীর মতই দ্বারে দ্বারে
নাগর খুঁজেছ,
না জানি কোথায় অনায়াসে কত রাত কাটিয়েছ!
সবার বাধা ঠেলে তোমায় নিয়ে আমি স্বপ্ন দেখেছি,
তোমাকে ভালোবেসেই তোমার সম্পর্কে সবার যে বাজে ধারণা -
তা শুধরে দেয়ার সুযোগ দিয়েছি,
বল সে কি মোর অপরাধ?
তুমি কি নিদারুণভাবেই না তার অসদ্ব্যবহার করলে!
সবার নিকট আমাকে বোকা সাজিয়ে কি মজাই না পেলে!
চেয়ে দেখ তোমার হাতে স্বপ্ন খুনের রক্ত ,
আয়নায় দেখ -ডাকিনী,যোগিনীর মত লাগছে তোমায়!
জেনে রেখো আমার এ স্বপ্ন খুনের রক্ত-
তোমার স্বামী, সন্তান, এমন কি প্রজন্ম থেকে প্রজন্মে,
নিরন্তর প্রবাহিত হবে।
ছিঃ তোমার বিবেক আজ মৃত-
তুমি আর দশটা মেয়ের মতই নষ্ট!
তুমি অপয়া,তুমি যে পুরুষের কাছেই
থাক না কেন-
তোমায় দেখে তার হবে যাত্রা নাস্তি,
কোন না কোন দিন সে হবে চরম সর্বনাশা!
তোমাদের মত মেয়েদের কারনেই ,
ভালোবাসা আজ সকলের নিকট তামাশা!
আমি বলেছিলাম বার বার,
আমাকে কভু যাবে না ভালোবাসা-
তুমি উলোবন,
কি করে বুঝবে মুক্তোর মর্যাদা!
তুমি কভু বুঝতে পারতে না আমায়,
তাই নিরুৎসাহিত করেছিলাম বার বার তোমায়।
নম্র হৃদয় বলে কুঠার হয়ে কাটতে পারিনি তোমায়,
তাই তুমি অনায়াশে কেটে গেলে আমায়।
আবার প্রমাণ করলে সেই বানী,
"ছোবল দাও,না হয় ছোবল খাবে তুমি"-
জগতে যে সবই ভণ্ডামি!
আমি নিশ্চিত,তোমার ধর্মই তোমাকে এসব শেখায়!
কিভাবে সৎ না থেকে অসৎ হয়ে,
লোভ,লালসা,অপকর্ম -ধর্ম দিয়ে ঢাকা যায়?
তোমার সুযোগ ছিলো আগেই চলে যাওয়ার,
তবুও তুমি গেলেই শেষে-
তোমার দেহের মতই কুশ্রী মনে খেলে!
আমি তো কারো কোন ক্ষতি করিনি-
তবুও বলি কি দরকার ছিলো সৃষ্টি,
তব ভালবাসা রূপ তামাশা অনায়াশে?

7/11/2014
1:15 pm