জীবন কিভাবে চলে?
পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়
জীবন চালাতে জীবন ভাল বাসতে হয়।
এটি জীবন নিয়ে বিখ্যাত গান,
জীবন নিয়ে বিখ্যাত প্রবাদ হচ্ছে-
গতিতেই জীবন,স্থিতিতেই মরণ।
কথা সাহিত্যিক ও কলামিস্ট আনিসুল হকের
কোন এক লেখায় পেয়েছিলামঃ
আইনস্টাইনের মতে- জীবন বাই সাইকেলের মত।
ভারসাম্য রাখতে হলে, একে সব সময়ই চালাতে হবে।
আর বিখ্যাত কবি রবার্ট ফ্রস্টের মতে-
তিনি জীবন সম্পর্কে এ পর্যন্ত যা জেনেছেন,
তার সবই প্রকাশ করতে পারেন;
মাত্র তিন শব্দে তা হল- জীবন চলেই যায়।
কোনটি সঠিক?
গদ্য কর্টুনিষ্টের রায় ছিলো অবশ্য দ্বিতীয়টায়।
কারণ হিসেবে বলেছিলেন -
বাই সাইকেল কে চালাতে হয় কিন্তু
জীবন কে না চালালেও চলে যায়।
আমি বলব দুটোই সঠিক।
কারণ না চালালেও জীবন চলে যায় বটে,
কিন্তু তাতে ভারসাম্য থাকে না-
যা, অমানবীয় কোন জীবনের মতই অনিয়ন্ত্রিত।

08/11/2014
4:00 pm