নারী যদি ভালবাসে-
মুখে কভু নাহি আসে,শুধু কেবল ঈর্ষায় মরে!
নিজে কভু করবেনা প্রপোজ-
অন্যকেও দেবে না সুযোগ।
ভালোবাসায় জ্বলে মরবে,তবুও কেন ছোট হবে?
তার সদা ভাব এমন, ভালবেসেছি না পেরে-
তাই বলে কি বলতে হবে?
ভালবেসেছি তার জন্য,
নিয়ে আমায় করুক না ধন্য।
আমার কি ঠেকা আছে,
ভালোবাসার কি দাম আছে?
তবে মনের পুরুষ যেথায় যাও,
কেবল শুধু কৈফিয়ত দাও?
কর্তৃত্বের ভালবাসা,নারীর সদাই এমন আশা।
ছড়ি ঘোরানো নারীর রক্তে-
তাই ছোট হওয়ায় ক্ষতি নেই,
ছড়িটা যে চলে যায়!
কেন এত ছড়ির নেশা-
যার কাছে ভালবাসা মিছা!

07/11/2014
12:30 pm