ভেবে পাই বড়ই কষ্ট,
কোন এক তুখোর কবির-হলো যে স্মৃতি নষ্ট!
হারিয়েছেন তাঁর সকল স্মৃতি, কবিতা সমগ্রই!
দেশ জুড়ে তাঁর ব্যাপক খ্যাতি,সাংবাদিকরা জ্বালায় অতি!
তিনি না বুঝেন কেন খ্যাতি-তিনি তো সামান্য অতি!
নানান রকম প্রশ্ন সবার,তিনি সদা হন নির্বিকার!
অনেক সম্মান সবাই দেয়,আলোচনা সভায় নেয়-
কেন সবাই এসব করে, তাঁর এ মন বুঝতে নারে?
তিনি শুধু মুক্তি চান,এসব তাঁর লজ্জায় বাধে!
ফেলফেলিয়ে তাকিয়ে থাকেন-সবাই এসব কি বলে?
যে মুখে একদা কথার তুবরি ছুটতো,
তূণ থেকে শব্দ বান বেরুতো-সে মুখে আজ কিছুই আসেনা,
শত চেষ্টায় কাব্য হয়না!

7/11/2014
11:08 am