19/10/2014
12:17 am
-সালাম বরকত রফিক
জব্বার ওহিদ সফিক
ভাষার রক্ষায় শহীদ
অজানা নামের অনেক
বায়ান্ন একুশ কাঁপানো
বাঙালি মহান সুবীর
সবার প্রতি রইল অযুত সালাম শ্রদ্ধা অসীম
তাদের স্মৃতি রক্ষায় আমার এমন ক্ষুদ্র প্রয়াস
স্বভাষা স্বত্ব বিদ্রোহ সংস্কৃতি শহীদ স্মৃতি ইত্যাদি
বিষয়ে তৈরি শহীদ মিনার ধরন কাব্য গড়ন
লাইন সংখ্যা হইবে একুশ অক্ষর শব্দে ২বা৩
কাব্যিক নাম হইবে যাহার মিনার স্মৃতি কাব্য
বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন কবিতা নামে বিভিন্ন
লাগিবে নাহি বিরাম চিহ্নের অযথা কোন ছেদন
আশায় বুক বাঁধিব কবিতা গঠনে এই নিয়ম
সকল কবি উদ্বুদ্ধ হইয়া করিবে পরে চয়ন
এমন কাব্য করিলে রচনা সবাই মনে রাখেন
যুকত বর্ণ একক অক্ষর কার্ফলা নাহি অক্ষর
উপরি স্তরে লাইন ছয়টি নিমনে ১৫ লাইন
একক সংখ্যা একক অক্ষর বিবেচ্য হবে সদাই
এমন রুলে এমন ঘরানা কবিতা লিখা বর্তায়