সব রাজাকারের একই ভাব,
একই তাদের প্রতীকি জবাব-
যতই মৃত্যু তাদের চায়,
তারা কেবল বিজয়ের ভি দেখায়!
কিসের তাদের এত দম্ভ,কিসের এত মরণ বিজয়?
তবে কি তাদের মৃত্যুদণ্ড,তাদের নিকট বিজয়
রায়?
যদি রায়ে বিজয় হলো,তবে তো তারা স্বীকার করলো-
তারাই সেই আত্মঘাতি,একাত্তরের যুদ্ধাপরাধী!
অদ্ভুত দেশের মানুষগুলো,অদ্ভুত দেশের রাজাকার,
যতই করে অপকর্ম,ততই বাড়ে সুধা তার!
02/11/2014
11:39 pm