- ঐ
৭১
প্রজন্ম,
করেছিল
মহান যুদ্ধ -
দেশকে করতে
পরাধীনতা মুক্ত।
আর এই বর্তমান
প্রজন্ম নেমেছে দেশকে
করতে কুরাজাকার মুক্ত।
কিন্তু ইতোমধ্যে রাজাকারের
প্রোডাকশন যেই হারে বেড়েছে,
সে হারে মুক্তিযোদ্ধার প্রোডাকশন
দেশে ঠিকমত কাঙ্ক্ষিত হয়ে ওঠেনি।
ফলে যেই বড় ব্যর্থতা সৃষ্টি হয়েছে,
তা আজ রাজাকারদের;দেশের মাটিতে-
ইবোলার মত অপ্রতিরুদ্ধ করে তুলেছে!
31/10/2014
1:00 am