কাব্যিকতা কাহাকে বলে,
এর কি কোন সুনির্দষ্ট সংজ্ঞা আছে?
অনেক সমালোচককেই দেখেছি-
কোন ত্রুটি খুঁজে না পেয়ে,
শেষ পর্যন্ত এই কাব্যিকতা নেই বা কম-
এ জাতীয় কমন সমালোচনা করতে ।
আবার অনেক সমালোচক কে দেখেছি-
কবিতাই পড়েন নি,অথচ সমালোচনায় লিখলেন,
কাব্যিকতা খুঁজে পাইনি!
কাব্যিকতা কি তাহলে,
নিন্দুক-সমালোচকদের সর্বশেষ অক্ষম ঢাল!
এরা সব কিছুতেই কাব্যিকতা খোঁজে এবং
সস্তা রোমান্টিক আবেগ মিশ্রিত কথাবার্তা না থাকলে,
কাব্যিকতা খুঁজে পায়না।
কবিতা আবেগিক ও নিরাবেগ হতেই পারে!
সাধারণত রোমান্টিক কবিতায়-
বিষয় বা ভাবের চেয়ে আবেগই প্রধান।
কিন্তু অন্যক্ষেত্রে আবেগের চেয়ে
বৈষয়িক গভীরতাই প্রধান।
শব্দের ব্যবহার দু'ক্ষেত্রেই হতে হবে উন্নত,
তাৎপর্যপূর্ণ ও বিরল ভাল লাগার আবেষে
অবয়ব অলংকীর্ণ।
তাই বলে সব ক্ষেত্রেই রোমান্টিক আবেগ থাকতে হবে
এবং না থাকলে সেটা কাব্যিকতা সংকীর্ণ -
এটা বাতুল-সমালোচনা মাত্র!
1/11/2014
10:18 am