চির চেনা বৃক্ষে আমার,ফলেছে জোড়া অচিন ফল,
দশটি বছর পাহারা দিনু চুরি হয়ে গেল কাল!
চোরটি আমার বড়ই চেনা,চুরিতে সে বড্ড সেয়ানা।
চুরি করেছে প্রমান নাই,
বৃক্ষ সমেত গায়েব হায়-আমার ধরার সাধ্য নাই।
চোরের এখন আনন্দভোজ,উৎসবের মহাকাল,
চির চেনা বৃক্ষে আমার,ফলেছে জোড়া অচিন ফল,
দশটি বছর পাহারা দিনু চুরি হয়ে গেল কাল!
অচিন জোড়া ফলের যখন আকার হলো লিচুর ন্যায়,
তখন থেকেই চোরের দল তাহার বুঝি পিছু নেয়।
উঁকি ঝুঁকির অন্ত নেই,আনাগোনারও শেষ নেই!
কবে আসবে চুরির সুযোগ,সেই আশাতেই যায় কাল।
চির চেনা বৃক্ষে আমার,ফলেছে জোড়া অচিন ফল,
দশটি বছর পাহারা দিনু চুরি হয়ে গেল কাল!
অচিন জোড়া ফলের যখন আকার হলো পেয়ারা সদৃশ,
চোরের দলের ঘুম নেই,কেবল যেন হা-পিত্যেস।
কবে করবে নিরুদ্দেশ,কবে আসবে করতল?
চির চেনা বৃক্ষে আমার,ফলেছে জোড়া অচিন ফল,
দশটি বছর পাহারা দিনু চুরি হয়ে গেল কাল!
অচিন জোড়া ফলের যখন আকার হলো আমের ন্যায়,
গঠন ইহার এত সুন্দর,সবার দৃষ্টি কেড়ে নেয়,
অামি অনেক সজাগ ছিলাম ফল শুধু পাকার দেরি,
চোরের আড়াল অতি জরুরী ।
অনেক আশা,অনেক স্বপ্ন ,অচিন ফলের স্বাদ নেব;
স্বপ্ন আমার স্বপ্নই রইল, না টুটিল রহস্যের জাল-
চির চেনা বৃক্ষে আমার,ফলেছে জোড়া অচিন ফল,
দশটি বছর পাহারা দিনু চুরি হয়ে গেল কাল!
24/10/2014
10:27am
�