- বি
দেশ
হ ই তে
আস ফিরে-
দেশের জ্ঞানী,
গুণী, মহা জ্ঞানী।
আস ফিরে বিজ্ঞানী,
ধনী, ত রু ণ, প্রবীন
ও উচ্চ শিক্ষিতের দল।
ফিরে আস শিকড়ের টানে,
আর কর নিজ জন্মভূমির
চিন্তা, সেবা, গবেষণা, উন্নয়ন-
সবাই মিলে হাত লাগালে স্বদেশ
আমার এগিয়ে যাবেই এ হোক পণ।
22/10/2014
8:31 pm