জগতে স্বার্থের উর্ধ্বে কেউ নেই,
স্রষ্টাও স্বার্থ ছাড়া এ জগৎ সৃষ্টি করেন নি,
পিতা মাতা ও সন্তানের জন্ম দেন-
সে ও নিজ নিজ স্বার্থে ।
মহান করে দেখাবার কিছু নেই-
জগতে চির মহান ও মহৎ বলে কিছু নেই।
নিজের মহত্বটুকু দেখার ক্ষমতা সবার আছে,
নিজের খারাপি দেখার ক্ষমতা ক'জনের আছে?
অপ্রিয় হলেও সত্যি সকল সত্তারই ইহা আছে।
সবই আপেক্ষিক,সব কিছুতেই আছে খাদ-
সব ভালোই আগে পাছে খারাপ পোষে,
সব মহৎ কার্যই একদা হয়ে যায় বরবাদ।
ভালো খারাপের দ্বন্দ্বেই চলে জগৎ-
ভালো খারাপ মিশে একাকার,
ভালো খারাপের মিশ্রিত গঠন গোলাকার।


10/10/2014
duet mes