ব্যস্ততা মানুষ কে মানুষই রাখে-
ব্যস্ততা না থাকলে সে যায় বাঁদর বনে।
ব্যস্ত মস্তিষ্কে কর্ম করে খেলা,
অব্যস্ত মস্তিষ্কে শয়তান ভাষায় ভেলা।
ব্যস্ত মস্তিষ্ক নাহি পায় সুযোগ-
অন্যের জীবনে আনিতে মহা দুর্যোগ!
তাই ব্যস্ত হোন সবাই আজি,
নিজ নিজ সু কর্মে-
নিজেকে নিয়োজিত রাখুন,
জগতের কল্যাণে।
15/10/2014