তোমায় দেখে মনে হলো বনলতা সেন,
পাখির নীড়ের মত চোখে দৃষ্টি অসীম-
তোমার চোখে কি বসত করে,
গভীর কোন প্রেম?


13/10/2014