লেখকের লেখা তার আদরের সন্তান,
লেখারই ভালো-মন্দে তিনি সদা হন হয়রান।
পিতার যত খুশি তার সন্তানের সুনামে,
লেখকও তেমনি খুশি তার লেখারই গুণে।
সন্তান হারালে পিতা যেমন খোঁজেন আমরণ,
তেমনি লেখকও তার হারানো লেখার করেন চিরকাল স্মরণ ।
সন্তানের উন্নতিতে পিতা যেমন ঢেলে দেন সর্বস্ব ,
তেমনি নিজ লেখার উন্নয়নে লেখক সদা থাকেন নিমগ্ন।
সন্তান খ্যাতি পেলে যেমন পিতাও হন পরিচিত ,
তেমনি কোন লেখা খ্যাতি পেলে লেখকও হন বিখ্যাত ।
10/10/2014