- এ
হলো
আ মা র
বাংলাদেশ।
যেখানে আছে-
ফুল, ফল, নদী;
আছে ঋতু ছয়টি।
জারি,সারি,ভাটিয়ালী-
এসবেই আমরা চলি।
আমাদের আসল প্রকাশ-
এদেশের জল, মাটি, বাতাস;
সবার প্রতি সবার অবিশ্বাস!
এখানে আছে দেশপ্রেমিক জনতা,
রাজাকার - আলবদরের দাম্ভিকতা!
এদেশে চলে নিজ সংস্কৃতির সু চর্চা,
আবার মেশে যত উশৃঙ্খল বৈদেশিকতা!
10/10/2014