খাঁচা ছেড়ে গেলে তুমি,
আমার জোড়ের পাখি-
খাঁচার ভিতর বেজোড় আমি,
কিচির মিচির ডাকি!


05/10/2014
হাতিয়া