[বুঝার সুবিধার্থেঃ
sin0=0, sin30=1/2=0.50=50/100, sin45=1/root(2)=0.70(approx)=70/100, sin60=root(3)/2=.86(approx)=86/100,
sin90=1=100/100.]

একশ ভাগের জীবন আমার
প্রথম ভাগেই সাইন জিরো,
তুমি যখন আসলে তাতে- পূর্ণতার হলো শুরু।
হিসেব করে মনে হলো একশতে ফিপটি,
এ যে দেখছি অনুপাতে সাইনে থার্টি।
মধুর-মধুর কথা বলে,ভালোবাসা জাগালে,
ভালোবাসায় হলো আমার, সেভেনটি বাই হানড্রেড  লাইফ-
এ তো দেখছি অনুপাতে সাইনে ফরটি ফাইভ।
আদর সোহাগ বেড়ে গেলো,অধিকারের শাসন এলো-
মনে হলো ফেঁসে যাচ্ছি,
জীবন আমার হলো বুঝি একশতে ছিয়াশি।
এ যেন অনুপাতে সাইনে সিক্সটি।
এরপর আর দেরি নেই,বেজে গেল সানাই;
জীবন আমার পূর্ণ হলো শতে -শত কানায়।
তারপর দু'জনে চুপি-চুপি,চুপি -চুপি.........
এতো দেখছি এসে গেলো, সাইনে নাইনটি।


06/10/2014