পৃথিবীর মৃত্যু মানে মহাবিশ্বের মৃত্যু নয়,
কিংবা পৃথিবীর ধ্বংস মানে মহাবিশ্বের ধ্বংস নয়।
তবুও অনেকেরই তাই মনে হয়!
তাদের এমনও মনে হয়-
পৃথিবী ও মহাবিশ্বের, সবকিছুরই ;
ধ্বংস বা বিনাশ হবে একই সাথে ও একই সময়ে
কিন্তু বলি শুধু তাদের তরে-
সূর্যের বহু বহু আগেই পৃথিবীর ধ্বংস হবে,
সূর্য মরে গেলেও বহু বহু তারা রবে।
বহু তারা বা তারা জগৎ ইতোমধ্যে মরে গেলেও,
সূর্য বা সৌরজগৎ এখনো টিকে আছে।
সব তারা যেমন মরবেনা কভু একই সাথে,
সব গ্যালাক্সিও হবে না ভেনিস ঠিক একই সাথে।
27/09/2014