সৃষ্টির প্রথম জোড় নাকি আদম আর হাওয়া,
প্রতিবারে তাদের মিলনে -
জন্মাতো পুত্র-কন্যা জোড়া।
হাবিলের জোড় বোন ছিল বেজায় অসুন্দরী,
আদম শরিয়তে সে হবে কাবিলের স্ত্রী ।
কাবিলের জোড় বোন পরমা সুন্দরী,
কিন্তু শরিয়ত মতে সে হবে হাবিলের স্ত্রী।
নিজ জোড়ার রূপসী অন্যের হবে,
সেই ক্ষোভে  নামল কাবিল শরিয়ত বিরোধে!
তর্ক-বিতর্কে আদম সন্তানরা রাজি হলো ত্যাগে-
যার ত্যাগ হবে কবুল আল্লাহর দরবারে,
সেই পাবে জোড়ের পরমা সুন্দরীকে।
সুন্দরীর জন্য শুরু ত্যাগের ইতিহাস-
হাবিল তাতে হলো জয়ী,কাবিল বিরহী;
আল্লাহর আনুগত্য লাভে  প্রথম  ত্যাগ,
সর্বোচ্চ ও সর্বোৎকৃষ্ট  -নাম  কুরবানী।

রচনাকালঃ24/09/2014

ধাঁধা ঃ হাবিল আল্লাহর আনুগত্য লাভে কি
ত্যাগ করেছিল এবং এর চেয়ে সর্বোচ্চ ও সর্বোৎকৃষ্ট ত্যাগ আর কিছু হতে পারতো কিনা?

বিঃ দ্রঃ আসছে কুরবানীর দ্বিতীয় ইতিহাস
তথা বর্তমান ইতিহাস । তবে আগামী কুরবানীর ঈদে।সে পর্যন্ত সবাইকে ঈদের শুভেচ্ছা ।