ঈদুল আয্হার আনন্দ কত?
এটা কি হবে,
এক সাগর রক্তসম!
যারা ভাবেন এমন,
তারা আসলে আমার মত মগা-
কারণ একদা আমিও ভাবতাম তা।
যাক্ কিসের সাথে কি,
পান্তা ভাতে ঘি-
ঈদুল আয্হার আনন্দ এক মহান ব্রত,
উপজাত হিসেবে রক্ত আসে এক সমুদ্র!


05/10/2014
হাতিয়া