ভালোবাসা যে শুধু দুটি মনের লেনদেন
এটাই এতদিন জানতাম-
কিন্তু আজ তুমি বুঝালে এটা অন্যকিছুও বটে,
হয়তো তুমিই ঠিক আজ-এ যুগে।
  

19/09/2014