ঈদ এল,পূজো এলো;
বেজায় মজা হলো-
সবাই মিলে মাস্তি করো,
মেলা,মণ্ডপে  চলো।
শপিং করো,বাড়ি ফিরো-
হাজার রকম ভীড় ঠেলো,
এই না হলে জমলো কি আর
দু'টোর আমেজ বলো?

30/09/2014