অনিদ্রা কিসের মত?
কোন নিশাচর কিংবা উম্মাদ কি
এর চেয়ে ভয়াবহ হতে পারে!
ঘুমহীন এক একটি রজনী কি,
হার মানায় না ভয়াবহ সব আরব্য রজনীকে?
ঘুমহীনের  আশে-পাশে যেন না থাকে কেউ,
যদি ঘটে কভু অঘটন-
নিদ্রাহীনে কেউ করোনা দোষার্পণ।  


16/09/2014