সব কবিতা চুরি হয়ে যায়,
মনের কিংবা ঘরের;
কবিরা তাই সাবধান ঘরে কিংবা বাইরে-
চোরের দল আঁড়ি পাতে,
ঘরে কিংবা বাইরে;
কবিরা তাই সাবধান পথে কিংবা বিপথে।
নিজের কবিতা অন্যের নামে চলে,
আসল কবি অনাহারে মরে;
নকল কবির সংবর্ধনা বাড়ে -
কবিরা তাই সাবধান জীবন কিংবা মঞ্চে।
26/09/2014