এই ঈদে সত্যিকারের আত্মত্যাগ চাই-
না গরু, দুম্বা কিংবা উট নয়;
নিরীহ ওসব রক্ত -মাংস থাকবে-
শুধু ওপড়ওয়ালার তরে।
চাই ত্যাগ- অন্যায়,অবিচার আর দুর্নীতি,
রক্তহীন দুরূহ এসব; চাই গণহারে জবাই।
কুরবানীর ত্যাগ হবে আল্লাহর আনুগত্য পেতে,
অপকর্মের ত্যাগ হবে নিজেকে ফিরে পেতে।
25/09/2014