অনেক হয়েছে দেবীর বোধন,
এবার চাই ভক্তের বোধন!
শরৎ এলেই চলে অকাল-বোধন,
দুর্গতি -নাশিনী দশভুজার পূজা।
দশানন বধে যার শুরু হয়,
দশরথ তনয় রামচন্দ্রের দ্বারা।
এখন কাল ভাল নয়,
চলছে একনায়কের খেলা -
তাই যাচি কাল-বোধন,
দেবীর নয় এবার শুরু হোক;
ভক্ত ও জনতার জেগে ওঠার পালা।


25/09/2014