শরৎ এলেই দুর্গা তুমি আস বাপের বাড়ি,
স্থান-কাল তোমার যাই হোক দেবী-
ছুটি পাঁচটি দিন।
আর আমার কথা শুনলে দেবী,
তব ভাষা হবে লীন-
তোমার অর্চনা তরে আমার ছুটি,
মাত্র একটি দিন!


রচনাকালঃ ১৪/০৯/২০১৪