- ও
বীর
বাঙালি,
ঘুম ভেঙে
তোমরা জাগ-
দেখ, নেই নেতা;
নেই কোন কান্ডারি!
দেশ - তরণী দোদুল্য,
আজ দিশেহারা এ জাতি!
অলক্ষ্য তরী, উতালা - ঢেউ;
তীরে ভেড়াবার - আছ কি কেউ?
যদি থাক, তবে উঠে আস হে ধী,
একুশ , বায়ান্ন বা এ কা ত্ত র থেকে-
আমরা যে তব বো ধ ন স হ সা মাগি।
রচনাকালঃ ২০/০৯/২০১৪
উৎসর্গঃ এ ধারার কবিতার স্রষ্টা শ্রদ্ধেয় পলক রহমান,যাকে কথা দিয়েছিলাম একটি স্মৃতিসৌধ কবিতা লিখে উৎসর্গ করব।তাঁর অনুমতি না পেলে এ ধরনের কবিতা হয়তো আর লেখা হবে না ।