কতটুকু নোংরা হলে তাকে রাজনীতি বলা যায়?
রাজনীতি এত নোংরা!
দিনকে করে রাত আর রাতকে করে দিন-
মুক্তিযোদ্ধা হয় রজাকার
আর রাজাকার ফাঁসিহীন!
সব দলই শুধু ক্ষমতা চায়,
সব শালারা প্রলাপ গায়-
মুক্তিযুদ্ধ বেচে কেনে খায়,
মুখে কেবলই  তুবড়ি ফোটায়!
কোন দলই দেশ চায় না,
মুক্তিযুদ্ধের ফসল চায় না ।
সবাই শুধু টিকতে চায়,নিজ দলের স্বার্থ চায়-
তাইতো চলে গোপণ আঁতাত,
কোনটারই বিশ্বাস নাই।