মনে হয় হাজার বছর ধরে পরীক্ষায় আছি-
তবু নেই তার শেষ,
হল থেকে হলে ঘুরতে ঘুরতে
শুকতলা ক্ষয়ে শেষ।
চাকরির হস্ত করে সমস্ত বেকারের ধন চুরি,
তবু আমি হাজার বছর -
হল থেকে হলে ঘুরি।
ভিখেরির মত বলতে ইচ্ছে করে-
"একটা চাকরি দিয়া যান ,
আল্লার ওয়াস্তে দিয়া যান-
এক চাকরি দিলে ভাইরে সত্তর সোয়াব পাইবেন,
আল্লাহ দিলে আখিরাতে
অনেক চাকরি পাইবেন ।"
কিন্তু কোন বিধাতাই কি
আখিরাতে চাকরির বিনিময়ে সুখের ব্যবস্থা রেখেছেন ?
মনে হয় না,
নতুবা সবাই চাকরি জাকাত দিত।
রচনাকালঃ ১৪/০৯/২০১৪