সবার তরে রচে যাই একটি পরিসংখ্যান-              
নিচে রইল উপাত্ত খোলেন জবানঃ
প্রতি মিনিটে ২  জন,
প্রতি ঘন্টায়  ৯১ আর
প্রতি দিন  ২১৯২  করে,
প্রতি বৎসরে ৮০০০০০  জন-
বাংলাদেশ এতে ১০ম আর ১ম হিন্দুস্তান,
এই হলো বিশ্বের এক করুণ পরিসংখ্যান!
সূত্র হলো পত্রিকা, তথ্য সাম্প্রতিক -
বলতে হবে এটা ঠিক কিসের প্রতীক?






রচনাকালঃ ০৬/০৯/২০১৪