অনেক দিন পর চাইছি তোমায়,
আস আপন বুকে।
নক্ষত্রের সব আলো নিভিয়ে দেব,
আস আপন বুকে।
নিষিদ্ধ প্রণয়ের অনৈতিক ইচ্ছা,
তোমার আর বিফলে যাবে না -
আস আপন বুকে।
নির্জনতা তোমার এতই পছন্দ,
অকুল সমুদ্রে চলে যাব-
তবু আস আপন বুকে।
ঘুম তোমার চরম নেশা,
চির চেনা বিছানায় এসো-
পরম মমতায় ঘুম পাড়িয়ে দেব,
আদরে আদরে রাত চলে যাবে-
আস আপন বুকে।


রচনাকালঃ ২৫/০৮/২০১৪