তোমার চোখের রঙিন চশমায়,
দেখলে আমার নানা রূপ,
খুলতে তোমায় বহু বলেছি;
খোলেনি তোমার চোখ-
চশমা তোমার খসলো সেদিন,
আমার স্বপ্নের শুরু যেদিন!


রচনাকাল: (২৪/০৮/২০১৪)