শুভ্র শরৎ, ভাদ্রে আসে;
ভাদ্রে পাকে তাল,
ধান ক্ষেতে সবুজ ঢেউ খেলে যায়,
মনে লাগে দোল।
শ্বেত -কাশ,সাদা -হাস ,খালে-বিলে শুভ্রতা;
মেঘ মুক্ত আকাশ,মৃদুমন্দ বাতাস,
প্রাণে আনে মুগ্ধতা!
ফুরফুরে মন দূর-দুরান্তে,
ছুটে চলে- ছুটা শ্বেত মেঘের ভেলায় ;
মনের মাঝি গান গেয়ে যায়
মন পবনের নায়।