বাস করি কাদের সাথে-
মানুষ না দ্বিপদ পশুর সাথে?
মানুষ তো বোঝে,মানুষের ভাষা,
তবে চারিদিকে এরা কারা-
কাদের নিঃশ্বাসে আজ বাতাস ভারী,
কাদের প্রঃশ্বাস চুষে নেয় বাতাসের সমস্ত অক্সিজেন?
কাদের অবহেলায় ,অনিষ্ট আর অনাদরে
নষ্ট হয় পাশের অসংখ্য জীবন?
কাদের নিষ্ঠুরতায় কাঁপে পৃথিবী-
পদে-পদে বাড়ে শুধু অনাসৃষ্টি?
একটু সকরুন দৃষ্টির অভাব,
পাশের জীবনটির উপর রাখে কত প্রভাব!
একটু উদগ্র ভালোবাসা-আথিথেয়তা
ভরিয়ে দিতে পারে বুবুক্ষু-উদর,
গুছিয়ে দিতে পারে সমস্ত ভেদাবেদ।
তবু তা আসে না,তবু চারিদিক মানুষে ঠাঁসা;
তবু চামার-চন্ডালের কাছে  মিছে মানবিকতার আশা!



রচনাকালঃ (১৯/০৮/২০১৪)