তুমি অক্সিজেন হয়েই ঢুকেছিলে,
মম হৃদ-ফুসফুসে।
আমি নির্মল বাতাস নিচ্ছিলাম,
আর ভাবছিলাম-
তৃষিত ও তপ্ত শরীর বুঝি জুড়োচ্ছে,
অসীম দ্রুততায়-
ক্যালরিমিতির নীতি আমার শরীরে,
রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায়।
আমি বিষ-বায়ু সব উগরে দিলাম,
আর বৃক্ষরাজিকে বললাম-
নে, তোরা আজ যত পারিস;
তোদের খাদ্য নিয়ে কর,
উষ্ণ ধরনী- শীতল,সবুজ আর সজীব।
রচনাকালঃ ২০/০৮/২০১৪