দেশ আজ কোন্ দিকে যাচ্ছে?
একাত্তর না পঁচাত্তরে?
গণতন্ত্র আজ বস্তা বন্দি,শুধু মুখটুকু তার খোলা-
এই কি তবে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা?
স্বাধীনতা বোধহয় সামনে আরো সুমহান হয়ে উঠবে-
যখন সাংবাদিক আর লিখতে পারবেনা,
থাকবে শুধু স্বাধীন;
বিচারক আর করতে পারবেনা সুবিচার,
থাকবে কেবলই স্বাধীন,
যুদ্ধাপরাধী সব বন্দি থাকবে,
কাল ক্ষেপন হবে প্রতিদিন-
তারাও বোধ হয় স্বাধীন!
আসুন এবার সবাই মিলে -
নাচি তা-ধিন,তা-ধিন!
রচনাকালঃ ১৯/০৮/২০১৪