কে পারিবেন ভাব জমাতে,
কাহার আছে হেকমতি?
আসেন দেখি-  কেমন পারেন,
ইতং-বিতং ছেঁকে দেখি?


রচনাকালঃ ১৪/০৮/২০১৪