জানুয়ারী থেকে এপ্রিল-
আমি রাত আকাশের কাল্ পুরুষের মতই,
দু'বাহু প্রসারিত করে জেগেছিলাম-
তব প্রতীক্ষায়।
ভেবেছিলাম হয়তোবা যদি দেখা যায়-
ক্যাসিওপিয়ার মত কভু উত্তর-পশ্চিমে তোমায়!
উত্তরের ধ্রুবকে স্বাক্ষী রেখে,
আমি চলছি ধীরে পূব থেকে পশ্চিমে।
কিন্তু তুমি আসনি,তোমার দেখা মেলেনি এ জীবনে।
তাইতো আমার চাওয়াই রইল মে-র আকাশে,
বিরাট প্রশ্নবোধক হয়ে উত্তর-পশ্চিমে।
ও ভাই ভেগা,স্বাতী আর বীর হারকিউলিস-
তোরা যদি কেউ তার পাস্ গো দেখা,
একটু আমায় খবর দিস,একটু আমার কথা বলিস।


রচনাকালঃ ০৫/০৫/২০০৭