নামটি আমার পার্থ সাহা-
থাকি সবুজ গ্রহে,
প্রাণ চঞ্চল,জলে ভরপুর
তুলনা নেই ভবে।
আমার বাড়ী এই গ্রহে ,পৃথিবী যার নাম;
সৌরজগৎ মাঝে যাহার ঘূর্ণ্য-অবস্থান।
গ্যালাক্সি মোর মিল্কওয়ে ,এন্ড্রোমিডা পাশে
সৌরজগৎ ঘুরিতেছে মিল্কির লেজের শেষে।
অসীম শূন্যে মিল্কি আছে শত শত কোটি,
সব নিয়ে এই মহাজগৎ,তার মাঝেতে আমি-
জানতে শুধুই ইচ্ছা করে,আমিই কি একা প্রাণী ?
অসীম শূন্যে থাক যদি অন্য কেউ ভাই,
ভীনগ্রহী তোমার কাছে এই ঠিকুজি রয়-
তোমার তরে রেখে গেলাম আমার পরিচয়।
রচনাকাল: (১৬/০৮/২০১৪)