হে শ্রাবণ,
বিদায়বেলা তোমায় করি নিবেদন,
নিয়ে যাও যত গ্লাণি মোদের,
তব শ্রাবণ সমাপ্তি ধারায়,
তব শেষ ধারায় কর-
চির সবুজ, চির নূতন।
বিদায় হে শ্রাবণ,
আবার আসিও এদেশে-
নিয়ে ভরা যৌবন,
যেন ঘটে তব শুভাগমন।


রচনাকালঃ ১৪/০৮/২০১৪