আগষ্ট মাসের বাংলাদেশ -
শুধু শোক আর কষ্টের,
হারানোর আর বেদনার!
আগষ্ট এলেই গা কাঁপে,
আগষ্ট মাসেই শোক নামে।
আগষ্ট তুই অনেক নিলি,
আগষ্টেই চলে রক্তের হোলি!
আগষ্ট তুই ফিরে তাকা-
তোর গায়ে শুধু রক্ত মাখা।
ওরে আগষ্ট দ্রুত যা,
ভয় যে আমার কাটে না!
রচনাকালঃ ১৩/০৮/২০১৪