রাজনীতি কি রাজার নীতি , না নীতির রাজা?
গণতন্ত্র কি জনতার জন্য ,না জনতা গণতন্ত্রের জন্য ?
বলতে পারেন, হঠাৎ কেন আমার এ প্রশ্ন ?
দাঁড়ান,দাঁড়ান,বলছি-ঐযে আসছেন মন্ত্রী !
সাথে তার সান্ত্রী-পান্ত্রী,আরও আছে ভাঁড়-
ঐ যে দেখেন ,নিয়ে আসছে কাজল ড্রাইভার।
এইবার দেখি, যাচ্ছে কোথায়,যাবে কোথায়?
আসছে গাড়ি ,সামনে ব্যানার -
থামেন একটু ,পড়ে দেখি কি লেখা তার?
ওমা থামছেনাতো, দিচ্ছে দৌড়
খুবই নাকি তাড়া ওর-
দেখি মোল্লা যায় কদ্দুর?
ওমা একি, ঘটলো ধপাস!দেখি এবার কি সর্বনাশ?
ভাবছিলাম যা,মোটেও নয় তা-
এ যে দেখি কাজলের পিতা!
কাজল তো হায় ব্যতিব্যস্ত-যখম হয়েছে বিশ্রী মস্ত,
নিতে হবে হসপিটাল-জরুরী দরকার,
না পারিলে পিতা বুঝি মুদিবেন আঁখি তাহার!
কিন্তু মন্ত্রী কহেন একি -
সভা নাকি তার এর চেয়ে জরুরী!
দেখলেন ,জীবন কত তুচ্ছ এদের কাছে!
এখানেই নয় শেষ; আরও আছে, আরও আছে-
ঐ যে শুনুন,গর্জায় মন্ত্রী -জাহান্নাামে যাক তোর পিতা আজি-
চালা শুয়োর ,সভা আমার জরুরী!
শুনলো না কাজল, চোখে নিয়ে জল
চলে গেল হাসপাতাল।
একি কান্ড কোন হাসপাতাল,কোন ডাক্তার
নিতে চায়না রোগী ,দিতে চায়না সেবা!
নরপশু মন্ত্রীর ফোনে অচল সব-
হাসপাতাল যেন আজ কসাইখানাখা!
অবশেষে এই কসাইখানায় -
জবাই হল কাজল- পিতা!
অশ্রু আর ধরলো নাগো,মন্ত্রীর কি নৃশংসতা!
(ছবির কবিতা -০১)
রচনাকালঃ ১০/০৮/২০১৪