বাংলাদেশ, তুই কেমন মা?
সন্তানেরে দিস বনবাস,
নেই কি তোর কোন মমতা?
বড় ছেলেরা তোর,নিষ্ঠুর আজি;
কয়না বড় কথা-
নাকি, পাচ্ছে না আজি সাহস ওরে
দুর্বৃত্তে ডরাইয়া !
ওই শোনা যায়,অসহায় শিশু-
কাঁদছে কোঁকাইয়া-
তারপরও কি নিবিনা কোলে,
সবকিছু ভুলিয়া?
রচনাকালঃ ১০/০৮/২০১৪