মন ভালো নেই, মনে রোগ
কোথায় যেন কিসের শোক!
দূর গগণে ডংকা বাজে,
মনের মাঝে শংকা জাগে-
কেউ কি পারিস ভালো করতে,
বিষাদ মনে রং ধরাতে?
তন্ত্র - মন্ত্র জানিস কি কেউ,
নতুন করে ভাব জাগাতে?
আয় চলে আয়, বন্ধু পাতাই
দু'জন মিলে মনটা রাঙাই!
যা আছে দে তোর ঝোলাতে,
দেনা আমায় নতুন করে-
মন ভালো নেই, মনে রোগ
কোথায় যেন কিসের শোক!


(০৮/০৮/২০১৪)