পাখি দেখতে কার না ভালো লাগে!
উড়ন্ত পাখির ঝাঁক-উদাসীর মন ভালো করে দেয়,
ভুলিয়ে দেয় ব্যথিতের ব্যথা।
কিন্তু আজ আমার পাখি ভালো লাগেনি !
জীবনে প্রথম স্মৃতিসৌধ দেখতে গিয়ে,
যেন দেখলাম পাখির মেলা !
লাল,নীল,বেগুনি হরেক রকমের পাখি-
কোন পাখিই আজ আমার মুগ্ধতা আনতে পারেনি ,
বরং এনেছে ভীষণ ক্ষুব্ধতা!
আশৈশব যে পাখি ও পাখির ঝাঁক-
আমার বিনোদনের খোরাক জুগিয়েছে,
দিয়েছি ওড়ার স্বাধীনতা ;
সেই পাখিকেই কিনা আজ আমার গুলি করতে মন চাইলো-
শিকারির নগ্ন হিংস্রতায়!
কেন এমন হলো?
হয়তোবা এরা প্রকৃতির কোলাহল সৃষ্টিকারী সেই পাখি নয়,
সাংসারিক কলহ সৃষ্টিকারী ঝলসা পাখি বলে!



    রচনাকালঃ ০১/০৮/২০১৪