পূর্বে তোমার আমার সম্পর্কটা ছিল যে এমন,
পৃথিবীর তার বস্তুর উপর অভিকর্ষটা যেমন।
মুক্তিবেগের কথায় যদি বলি,
ব্ল্যাকহোলের চেয়েও ছিল যা অনেক অনেক বেশি ।
অাজ তোমার আমার সম্পর্কটা হয়ে গেছে এমন ,
মুক্তিবেগ শূন্যের কোঠায় হ্রাস পাচ্ছে ত্বরণ,
যে আমি কভু ফাঁকি দিতে পারতাম না তব দু-নয়ন,
সেই তোমার সাথে আমার আজ দেখাশোনা এমন,
বৈশাখেতে মেঘের সাথে সূর্য খেলে যেমন !
বিঃদ্রঃ বুঝার সুবিধার্থেঃ
মুক্তিবেগ হচ্ছে :যে বেগে নিক্ষেপ করলে কোন বস্তুু আর পৃথিবীতে ফিরে আসে না সে বেগ।ব্ল্যাকহোলের মুক্তিবেগ সবচেয়ে বেশি এবং এত বেশি যে আলো তার ৩লক্ষ কিঃ মিঃ/সেঃ বেগ নিয়েও সেখান থেকে ফিরে আসতে পারে না।