ভুলাতে আমাকে তোমার এত আয়োজন
খবর দিও আবার যদি হয় প্রয়োজন,
আবার যদি হয় প্রয়োজন।
ওগো ভুলে যদি যাও আমায়,কেন ডাকো বারেবার
কাছে যদি নাইবা রাখো,তবে আমি কে গো তোমার
কে গো তোমার।
মনের যত সুখের স্মৃতি, আমি তুমি পাশাপাশি
তবে কেন আমায় দুরে সরাও, থাকোনা কাছাকাছি।
শুধু বিরহেতে আমায় তুমি,
খোঁজো তোমার মনের আঁড়ে
তুমি আমার চিরসাথি ওগো
বোঝাই আমি বলো কারে?
তুমি যদি আমায় নাই বোঝ, সুখে দুখে দুরেই রাখো
তবে কেন আমায় মিছেই বল তুমি যে আমার,
আমি যে তোমার।
ভুলাতে আমাকে তোমার এত আয়োজন
খবর দিও আবার যদি হয় প্রয়োজন,
আবার যদি হয় প্রয়োজন।