ভক্তি ভরে গাহি প্রভু তোমারি জয়গান
মুক্ত করো হে প্রভু মোরে , ছিন্ন ধরাধাম,
ক্লান্তি, ক্লেশ, মোহ হতে, দাও মোরে পরিত্রাণ
কাছে ডেকে লও হে মোরে, হৃদে দাও স্থান ।
তোমার দুয়ারে করি এ মিনতি,
সইতে না'রি এ জীবনের ভার,
তোমার চরণে হাজারো প্রণাম,
কর মোরে ভবের সাগর পার ।
সন্তান তোমার ডাকিছে তোমারে,
গাহিছে তোমার জয়গান,
দাও হে দেখা তারে,
কাছে টেনে বাঁচাও প্রাণ ।
তোমারে একবার দেখিবার লাগি
মোর হৃদয়ে জগতের ¶ুদা
একবার শুধু একবার পান করিতে দাও
হে প্রভু তোমার প্রেম সুধা।
ভক্তি ভরে গাহি প্রভু তোমারি জয়গান
মুক্ত করো হে প্রভু মোরে, ছিন্ন ধরাধাম ।